জরিমানা আদায় করে মাস্ক পরিয়ে ছেড়ে দিল ভ্রাম্যমাণ আদলত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১১ নভেম্বর ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা নিশ্চিত করতে চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ছয়জনকে এক হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন। এ সময় মাস্ক না পরায় প্রথমে ছয়জনকে আটক করা হয়। পরে জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয় এবং প্রত্যেককে মাস্ক দেয়া হয়।

jagonews24

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ইতোমধ্যে শহরে দু’দফায় মাইকিং করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আগামীতে এ অভিযান আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।

সালাউদ্দীন কাজল/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।