স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে জয়নব বেগম (৩৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তিনি পৌরশহরের বাদুরতলী এলাকার মো. দুলাল মিয়ার স্ত্রী।

নিহত জয়নব বেগমের ভাই লিটন জানান, স্বামীর সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক খেয়ে তার বোন মারা যান।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ বিষয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।

কাজী সাঈদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।