সচিবকে লাঞ্ছিত করায় ইউপি সদস্য বরখাস্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১১ নভেম্বর ২০২০

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোবাহান হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. সোবাহান হাওলাদার একই ইউপির সচিব মো. আব্দুর রাজ্জাককে গালিগালাজ, হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ (অসদাচরণ) তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ আগস্ট মহিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিবকে তার কক্ষে লাঞ্ছিত করা হয়। সচিব প্রথমে ইউপি চেয়ারম্যানকে এ ঘটনা জানান। তিনি কোনো সুরাহা করতে না পারায় ১৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার বিচার চেয়ে আবেদন করেন। এরপর ঘটনার তদন্ত করা হয়।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।