সন্ত্রাসী হামলায় হাত হারিয়ে এবার মারাই গেলেন শ্রমিক লীগ নেতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১২ নভেম্বর ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় হাত হারানো আহত শ্রমিক লীগ নেতা জুয়েল প্যাদা মারা গেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকার মহাখালী এলাকার আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুয়েল টিয়াখালী ইউনিয়নের ফারুক প্যাদার ছেলে এবং তিনি উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ফারুক প্যাদা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাতে কলাপাড়া থেকে নিজ বাড়ি যাওয়ার পথে জুয়েল প্যাদার ওপর সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ বশির চৌকিদার, শিপন চৌকিদার এবং সোহেল হাওলাদারসহ ৮-১০ জন সন্ত্রাসী। এ সময় তার বাম হাতের কব্জি কেটে নেয়া হয়। গুরুতর জখম করা হয় ডান হাত এবং শরীর বিভিন্ন স্থান।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তিনি আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

ঘটনার পরদিন জুয়েলের বাবা ফারুক প্যাদা বাদী হয়ে মিজানুর রহমান মাস্টারকে প্রধান আসামি করে ১৩ জনের নামে কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সোহেল হাওলাদার ও বশির চৌকিদারকে গ্রেফতার করেছে।

কাজী সাঈদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।