ছুটির দিনের সকালে সড়কে ঝরল দুই প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:৫২ এএম, ১৩ নভেম্বর ২০২০

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০) ও ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২)।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হন।

অপরদিকে একই সময় উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের জানলা কাটা ব্রীজের পাশে গরুবোঝায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গরু ব্যবসায়ী নিহত হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খালিশপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মামুনুর রশিদ নামের একজন মারা গেছেন যার লাশ মহেশপুর থানায় আছে। এছাড়া সেজিয়া এলাকায় ঝিনাইদহের একজন গরু ব্যবসায়ী মারা গেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।