চাঁদপুরে মাস্ক না পরায় ২০১ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৭ নভেম্বর ২০২০

করোনা সংক্রমের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় চাঁদপুরে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন শহরের চারটি স্পটে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি এবং সাত উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সাতটিসহ মোট ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

jagonews24

অভিযানে মাস্ক না পরায় সদর উপজেলায় ১০৬ জনকে ১৪ হাজার ৬৫০ টাকা, হাজীগঞ্জে ১৭ জনকে ৩ হাজার ১৬০ টাকা, কচুয়ায় ১৫ জনকে ২ হাজার ৬০০ টাকা , শাহরাস্তিতে ১২ জনেকে ১ হাজার ৩০০ টাকা, ফরিদগঞ্জে ৯ জনকে ৩ হাজার টাকা, মতলব উত্তরে ১২ জনকে ১ হাজার ৯০০ টাকা, মতলব দক্ষিণে ১৯ জনকে ২০০০ টাকা জরিমানা করা হয়। ১১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১ জনকে মোট ২৯ হাজার ৫৬০ টাকা জরিমানা করা হয়।

jagonews24

এ সময় বিভিন্ন যানবাহনে ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’ লেখা সম্বলিত স্টিকারও লাগানো হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এসব তথ্য নিশ্চি ত করে জানান, চাঁদপুরে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।