ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৮ নভেম্বর ২০২০

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও ফুলহাতা প্রিন্টেড শার্ট। তার পকেটে ৫০ গ্রাম গাঁজা ও ৬০ টাকা পাওয়া গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, দুপুরে অজ্ঞাত ওই যুবক বাওনজান রেল ব্রিজের পশ্চিম দিক থেকে বিপরীত দিকে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী ৯৯ কমিউটর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় তিনি ছিটকে রেল ব্রিজের নিচে পানিতে পড়ে যান। এ সময় তার মাথাও জখম হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এসআই আমিরুল ইসলাম আরও জানান, বিকেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে আনুমানিক ৫০ গ্রাম গাঁজা ও ৬০ টাকা পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।