জমি নিয়ে বিরোধ, নরসিংদীতে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০২০

জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদী শহরের ইউএমসি জুট মিল এলাকায় এক গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধা (৩৫) শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।

নিহতের ভাই তারেক জানিয়েছেন, ১৭ বছর ধরে রাসেল মৃধার সঙ্গে একই এলাকার বেলায়েতদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে।

jagonews24

মামলা-মোকাদ্দমা ও দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন রাসেলের পিছু নেয়। বুধবার সন্ধ্যার পর রাসেল শিক্ষার্থী পড়াতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় আসেন।

টিউশন শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয়ের জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সঞ্জিত সাহা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।