চাঁদপুরে অভিযান, ২১৪ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৯ নভেম্বর ২০২০

অযথা গণজমায়েত করা, মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২১৪ জনকে ২৪ হাজার ৮৯৫ টাকা জরিমানা করেছে চাঁদপুরে জেলা প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসকের নির্দেশে সদরসহ সব উপজেলায় ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরে ১০৪টি মামলায় ১০৪ জনকে মোট ১১ হাজার ৪৫ টাকা জরিমানা করেন।

jagonews24

এছাড়াও হাজীগঞ্জে ৯টি মামলায় এক হাজার ৮০০, কচুয়ায় ১৬টি মামলায় এক হাজার ৭০০, শাহরাস্তিতে আটটি মামলায় ৪০০, ফরিদগঞ্জে ৪০টি মামলায় পাঁচ হাজার ৩৫০, মতলব উত্তরে ১৩টি মামলায় দুই হাজার ২০০, মতলব দক্ষিণে ১১টি মামলায় এক হাজার ১০০ ও হাইমচরে ১৩টি মামলায় এক হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি জানান, করোনা সংক্রমণরোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।