চাঁদপুরে মাস্ক না পরায় ১১৯ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৫ নভেম্বর ২০২০

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক এ পর্যন্ত বেশ কিছু উদ্যোগসহ প্রায় প্রতিদিন অভিযান চালানো হয়।

বুধবার (২৫ নবেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১১৯ জনকে ২০ হাজার ৫২০ টাকা জরিমানা করা হয়।

মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহামুদ জামান বলেন, করোনা প্রতিরোধে শতভাগ মাস্ক পরা নিশ্চিতে জেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।