তেলের লরিতে কাঠ পাচার

রাঙ্গামাটিতে অভিনব পদ্ধতিতে তেলের লরিতে করে কাঠ পাচারের সময় কাঠসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়।
আটকের নাম আব্দুর শুক্কুর। তিনি ওই লরির চালক। পরে বন বিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী।
বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারের চেষ্টা করা হচ্ছিল। পরে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি চেক করে ৩০০ ঘনফুট কাঠ উদ্ধার করে।
বন বিভাগ আরও জানায়, এসব কাঠের বাজারমূল্য চার লাখ টাকা। আটক চালক কাঠ পাচারের সঙ্গে জড়িতদের নাম বলেছেন। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
শংকর হোড়/এসআর/জেআইএম