কক্সবাজারে ‘দুর্ধর্ষ’ ছিনতাইকারী রায়হান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:১১ এএম, ২৭ নভেম্বর ২০২০

কক্সবাজার সদর উপজেলায় মো. রায়হান (২৫) নামে এক ‘দুর্ধর্ষ’ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান ওই এলাকার মৃত গুল মোহাম্মদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতার রায়হান পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র, নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনের তিনটি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, বুধবার দিবাগত রাতে ঝিলংজার পাওয়ার হাউজ এলাকায় নিজ বাসায় রায়হান অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রের সদস্য।

গ্রেফতার রায়হানকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি ওসি।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।