যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০১ ডিসেম্বর ২০২০

নাটোরে যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমা খাতুন হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ জুন রুবেল ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের এক মাস পর দুই লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় রুবেল। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাতে রুবেল তার সহযোগীদের নিয়ে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে। পরে নিহতের বোন আকলিমা মামলা করলে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ রায় দেন।

নাটোর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।