দিরাইয়ে ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০১ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৮, কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দিরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তারা মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমা দানকারী মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্বজিত রায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী হাফিজ লোকমান, জাপার মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক এবং স্বতন্ত্র প্রার্থী শফিক মিয়া ও রশিদ মিয়া।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্বজিত রায় জাগো নিউজকে বলেন, ‘আমার ওপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। দিরাই উপজেলা আওয়ামী লীগ এক্যবদ্ধ এবং জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘বিএনপি থেকে নির্বাচন করার জন্য আমাকে ধানের শীষ প্রতীক দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি ২৮ ডিসেম্বর এই দিরাই উপজেলায় ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।’

তফশিল অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর)। বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহার ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। মোট ভোটার ২১ হাজার ৩৭৯ জন।

লিপসন আহমেদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।