আ.লীগ নেতাকে হত্যা চেষ্টায় সাবেক স্ত্রী ও প্রেমিকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৪ ডিসেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে হত্যা চেষ্টার দায়ে সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩২ এর বিচারক কনক বড়ুয়া এই কারাদণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান রতনকে ২০১৬ সালের ১ মার্চ রাতে ঢাকার গুলশানে তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় রতন গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে গুলশান থানা পুলিশ জিডি তদন্ত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।

বাদীপক্ষের আইনজীবী এরফান উদ্দিন খান জানান, বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক আসামি ফারজানা হোসেন সোনিয়া ও সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদণ্ড দেন।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।