পটুয়াখালীতে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাস শনাক্তে পটুয়াখালী জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে এ পদ্ধতিতে পরীক্ষা শুরু করে হাসপাতাল কতৃপক্ষ।

প্রথম দিন তিনজনের নমুনা নিয়ে অ্যান্টিজেন কিট দিয়ে করোনা পরীক্ষা করা হয়। তাদের ফল নেগেটিভ আসে। এছাড়া আরও পাঁচজনের নমুনা নেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যান্টিজেন পরীক্ষার বিষয়ে হাসপাতালের একজন চিকিৎসকসহ তিনজনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে ৫০০ অ্যান্টিজেন কিট দেয়া হয়। এ বিষয়ে ছয় সদস্যবিশিষ্ট একটি টিমও গঠন করা হয়েছে। তারা প্রশিক্ষিত চিকিৎসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

করোনা পরীক্ষা করাতে আসা মনোয়ারা, আমিনুল ও সিপন জানান, তারা এত অল্প সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট পাবেন, তা ভাবতেও পারেননি। দ্রুত করোনা পরীক্ষার ফলাফল পেয়ে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ পদ্ধতিতে দ্রুত ফলাফল পাওয়া যাবে। ফলে দ্রুত করোনা শনাক্ত ব্যক্তিকে আলাদা রাখার মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে না।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, অ্যান্টিজেন টেস্ট সম্পন্নের লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে। তারা প্রশিক্ষিত চিকিৎসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েই পরীক্ষা শুরু করেছেন। অ্যান্টিজেন পরীক্ষায় যাদের পজিটিভ আসবে, তাদের হাসপাতালে ভর্তি করা হবে।

পটুয়াখালীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৭ জন, আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৪৩ এবং মারা গেছেন ৩৯ জন।

মহিব্বুল্লাহ চৌধুরী/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।