ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটিবোঝাই ট্রলির চাপায় হেলাল মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলালের বাড়ি জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে। এছাড়া এ ঘটনায় বসু (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে একটি মাটিবোঝাই ট্রলি রামপুর এলাকার ভূঁইয়া ইটভাটার দিকে আসছিল। এ সময় বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রলিটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী বসু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।