১১ দিন ধরে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

টানা ১১ দিন ধরে কর্মবিরতি পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও হেলথ্ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেতন বৈষম্য নিরসনের পাশাপাশি ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স এবং ১১, ১২ ও ১৩ গ্রেডের দাবিতে এই কর্মসূচি চলছে।

এই কর্মসূচির ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তার পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (৬ ডিসেম্বর) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে চলা কর্মবিরতি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহ্বায়ক মো. আব্দুল বাছেদ।

jagonews24

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সহ-সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও সদর উপজেলা হেলথ্ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজির আহমেদের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা হেলথ্ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, বশির আহমেদ, শাহনাজ খন্দকার, অরুণ কুমার পাল, সদর উপজেলা হেলথ্ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রুবেল মিয়া, স্বাস্থ্য সহকারী সায়েম মোল্লা, আইরিন চৌধুরী, তাছলিমা খন্দকার নিলু ও রানী ধাম প্রমুখ।

বক্তারা বলেন, ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স, বেতন আপগ্রেডেশন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের প্রাণের দাবি। টেকনিক্যাল কাজ করেও টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছেন না স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীরা।

১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।