‘বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করার দায়িত্ব সবার’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষার দায়িত্ব সবার বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি হাসিবুর রহমান।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি এ মানববন্ধন করে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, সেক্রেটারি মো. রকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. শাহজাহান, বিশ্ববিদ্যায়ের প্রক্টর ড. রাজিউর রহমানসহ অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাসিবুর রহমান বলেন, জাতির জনকের ভাস্কর্যের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। কোনটি মূর্তি আর কোনটি ভাস্কর্য সে বিতর্কে আমরা যেতে চাই না। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, কুষ্টিয়ায় কতিপয় মৌলবাদী ব্যক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার যে ঘটনা ঘটেছে আইনি ব্যাখ্যায় এটি স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার শামিল। বঙ্গবন্ধুর অবমাননায় বাংলাদেশের শিক্ষক সমাজ চুপ থাকতে পারে না। যারা বঙ্গবন্ধুর অবমাননার পেছনে জড়িত তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।

প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের বিরোধিতার জেরে কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।

সুকান্ত সরকার/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।