৯৯৯-এ ফোন করলেও ঈগলটি উদ্ধারে কেউ এগিয়ে আসেনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০

মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে বিলুপ্ত প্রজাতির একটি আহত ঈগল পাখি উদ্ধার করেছেন স্থানীয়রা। পাখিটির ডানা ক্ষতবিক্ষত।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে লাউয়ের মাচার ওপর একটি ঈগল আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে আব্দুর রহিম নামের স্থানীয় এক বাসিন্দা ঈগলটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, পাখি শিকারিদের কেউ হয়তো পাখিটিকে গুলি করেছিল।

egol3

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘সকালে আহত অবস্থায় লাউয়ের মাচার ওপর ঈগলটি দেখি। উড়ে যাওয়া বা হাঁটাচলা করতে পারছিল না। পরে আমি জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাখিটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে চিকিৎসা করানোর অনুরোধ করি। তবে তারা এই বিলুপ্ত প্রজাতির পাখিটি উদ্ধার ও বাঁচানোর কোনো উদ্যোগ নেয়নি। পরে আমি রাজৈর প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করলে তারাও এগিয়ে আসেনি।’

egol3

তিনি আরও বলেন, ‘আমি পাখিটি মাছ ও মাংসজাতীয় খাবার দিয়েছিলাম। অসুস্থ থাকায় পাখিটি কোনো খাবার খাচ্ছে না। পাখিটির ওজন প্রায় কেজিখানেক হবে।’

ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, ঈগল এক ধরনের বৃহৎ আকারের শক্তিধর ও দক্ষ শিকারি পাখি। বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাঁস-মুরগি খেয়ে এরা জীবনধারণ করে। একটি পূর্ণ বয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি এবং লম্বায় প্রায় ৩০-৩৫ ইঞ্চি হয়ে থাকে।

egol3

এ ব্যাপারে মাদারীপুর বন বিভাগের প্রধান তাপস সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করতে তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাসিরুল হক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।