নারী নির্যাতন মামলায় প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
নারী নির্যাতন মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ভূয়াপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান আনিস বলেন, নির্যাতনের অভিযোগে নাগরপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলনের বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু আদালতে মামলা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গ্রেফতারি পরোয়ানা নাগরপুর থানায় এলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।
আরিফ উর রহমান টগর/এসজে/এমকেএইচ