পদ্মা সেতুর নিরাপত্তার প্রয়োজনে নতুন ঘাট বাংলাবাজারে
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর নিরাপত্তার প্রয়োজনে কাঁঠালবাড়ী থেকে বাংলাবাজারে নতুন ঘাট স্থাপন করা হয়েছে। নতুন ঘাটটি কাঁঠালবাড়ীর চাইতে অনেক বেশি পরিধি নিয়ে তৈরি করা হয়েছে। এখানে যাত্রীদের দুর্ভোগ কমাতে শিগগিরই সব ধরনের স্থাপনা তৈরি করা হবে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, মাত্র চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ ঘাট তৈরি করা হয়েছে। যাত্রীসেবা যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে আমরা সে ব্যবস্থা করব। আগে কাঁঠালবাড়ী ঘাটে রাস্তাসহ পার্কিং ইয়ার্ডে গাদাগাদি করে গাড়ি রাখা হতো। এখন এখানে বড় স্পেসে খোলামেলা পরিবেশে গাড়ি রাখা সম্ভব হবে। একইভাবে বড় পরিসরে ঘাটটি তৈরি করা হয়েছে। ঘন কুয়াশার মধ্যে আটকে পড়া যাত্রীরা যাতে বাংলাবাজার ঘাটে এসে দুর্ভোগ পোহাতে না হয়। সে জন্য প্রয়োজনীয় শৌচাগারসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এখন আর আগের মতো ঘাটের যাত্রীদের দুর্ভোগ থাকবে না।
সম্প্রতি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে বাংলাবাজার ঘাট এলাকায় একটি ডাম্প ফেরিডুবির প্রসঙ্গে তিনি বলেন, ডুবে যাওয়া ফেরিটি অনেক পুরনো ছিল। কিন্তু চালকদের বলা হতো অদক্ষ। কিন্তু তারা অবশ্যই দক্ষ। ওই চালক অবশ্যই দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মাঝ নদীতে দুর্ঘটনার শিকার হয়ে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই সব যাত্রীকে নিরাপদে ঘাটে নামাতে সক্ষম হয়েছেন।
‘আরও দক্ষ চালক তৈরি করতে আমরা অনেক স্থানে চালক ও নাবিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছি।’
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ কে এম নাসিরুল হক/এসএস/জেআইএম