ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা
ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল হোসেন শেখের (৩৫) হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে পাবনা পৌর সদরের অনন্ত বাজার থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে। তিনি দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অনন্ত বাজার এলাকায় অবৈধ চাঁদা আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। বিক্ষোভ মিছিলে নিহত বকুলের বাবা দুলাল শেখসহ তার স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় ছেলের হত্যাকারীদের বিচার চেয়ে বকুল হোসেনের বাবা দুলাল শেখ কান্নায় ভেঙে পড়েন।
দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসান বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। একজন ইউপি সদস্যকে এভাবে হত্যা মেনে নেয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
পাবনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুল আহাদ জানান, অনন্ত বাজার মোড়ে একটি চক্র বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করত। তিনদিন আগে বকুল শেখ সে চাঁদাবাজি বন্ধ করেন। এরই জেরে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের বিচার দাবি করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের শিগগিরই গ্রেফতার করা হবে।
আমিন ইসলাম/এএইচ/এমকেএইচ