ধর্ষণ শেষে বাইরে থেকে ঘরের দরজা আটকে পালালো যুবক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আল-আমিন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কুয়াকাটায় সোনার বাংলা নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। রোববার (১৩ ডিসেম্বর) সকালে ওই নারী বাদী হয়ে মহিপুর থানায় দুজনের নামে ধর্ষণ মামলা করেছেন।

পুলিশ ধর্ষণে সহযোগী হোটেল মালিকের ছেলে শামিমকে (২০) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘ সাত মাস ধরে ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আল-আমিন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে কুয়াকাটার সোনার বাংলা হোটেলের ১০৪ নস্বর কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে বাইর থেকে দরজা আটকে পালিয়ে যায় আল-আমিন। পরে ওই নারী পরিবারের কাছে ফোন দিলে তারা এসে উদ্ধার করে।

অভিযুক্ত আল-আমিন মহিপুর থানার সদর ইউনিয়নের মহিপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। সহযোগী শামিম মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের হোটেল মালিক দেলোয়ারের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

কাজী সাঈদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।