মাদারীপুরে ‘সমাধান? আসিতেছে...’ পোস্টারে তোলপাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

‘সমাধান? আসিতেছে..’ লেখা পোস্টারে ছেয়ে গেছে মাদারীপুর শহরে বিভিন্ন অলিগলি ও পাড়া-মহল্লা। এ নিয়ে নানা প্রশ্ন আর কৌতূহল সৃষ্টি হয়েছে জনমনে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কে বা কারা দেয়ালে পোস্টার লাগিয়েছে, তাতে লেখা রয়েছে ‘সমাধান? আসিতেছে..’। এটি আসলে কীসের সমাধান, বিষয়টি বিস্তারিত থাকলে ভালো হতো।

এদিকে পোস্টারটি সাঁটানোর সময় দু’জনকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয় পুলিশ।

পোস্টারের বিষয়ে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলার নতুন শহর এলাকায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের অবগত করে ‘আলোকিত ইদিলপুর’ নামের একটি বেসরকারি সংগঠন।

jagonews24

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নোবেল বেপারী তার লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, মাদারীপুর পৌরসভার নানা সমস্যা নিয়ে কথা বলেন ‘আলোকিত ইদিলপুর’ সংগঠনের সদস্যরা। তাদের কাছে পৌরবাসী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এরমধ্যে শিক্ষা, সামাজিক, ক্রীড়া, ইভটিজিং, বাল্যবিয়ে ও বিভিন্ন সড়কে সমস্যা রয়েছে। এসব সমস্যা মেয়র প্রার্থী হাফিজুর রহমান খানের পক্ষে দ্রুত বাস্তবায়ন সম্ভব বলে সংগঠনটি মনে করে।

তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে ডিজিটাল প্রচার-প্রচারনার জন্য একটি স্লোগান ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়। এটি হলো ‘সমাধান আছে জানা-পৌরসভায় যাচ্চু নানা’। পরে স্লোগানটি ছোট করে দেয়া হয় ‘সমাধান? আসিতেছে..’। কিন্তু এটিকে কোন কোন ব্যক্তি ভিন্নখাতে নেয়ার পায়তারা শুরু করেছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছে আলোকিত ইদিলপুর।

উল্লেখ্য, আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনে মো. খালিদ হোসেন ইয়াদ, হাফিজুর রহমান খান (যাচ্চু নানা), জাহান্দার আলী জাহান, জামিনুর হোসেন মিঠু, খোকন শরীফ, মিজানুর রহমান মুরাদসহ একাধিক মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।