বধ্যভূমিতে নিহত চা শ্রমিকদের তালিকা প্রকাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া বধ্যভূমিতে একাত্তরের গণহত্যায় নিহত চা শ্রমিকদের নামের ফলক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে নাম ফলকের রক্তিম আবরণ উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শহীদ সন্তান এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা।

চা শ্রমিকদের নাম ফলকটি তৈরিতে আর্থিকভাবে সহযোগিতা করেন গণহত্যায় নিহত ফাগু হাজরার পুত্র বিজয় হাজরা।

তিনি বলেন, ‘বিজয় দিবস, স্বাধীনতা দিবস আসলেই সেই দিনের স্মৃতি চোখে ভেসে উঠে। আমার বাবাসহ গণহত্যায় চা শ্রমিকদের নামে তালিকার ফলকটি তৈরি করতে পেরে কিছুটা হলেও ঋণ শোধ করতে পেরেছি।’

এখানে যে ৫৯ জন গণহত্যায় নিহত এবং আহত চা শ্রমিকদের নাম রয়েছে তাদের পরিবারগুলো আজও নানাভাবে অবহেলিত। সরকার যদি পরিবারগুলোকে সহযোগিতা করতো তবে তারা সমাজে মাথা উঁচু করে বেঁচে দাঁড়াতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার এ এক অন্যতম উজ্জ্বল প্রয়াস।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।