বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বিজয় দিবস পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫২ এএম, ১৭ ডিসেম্বর ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৪৯তম মহান বিজয় ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি জাতীয়ভাবে ৪৯তম হলেও ষষ্ঠবার দিবসটি পালিত হলো দাসিয়ারছড়ায়। ছিটমহল বিনিময়ের পর ২০১৫ সাল থেকে দাসিয়ারছড়াবাসী রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করে আসছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার আয়োজনে একটি আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন ছিটমহল আন্দোলনের নেতা মো. আলতাফ হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম, নাসিরুল ইসলাম, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।

ছিটমহল আন্দোলনের সভাপতি আলতাফ হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাসিয়ারছড়াসহ ১১১টি ছিটমহলবাসীকে নাগরিকত্ব প্রদান করেছেন। তিনি ছিটমহলবাসীর জন্য রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। আমরা আজ নাগরিক হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছি। ২০১৫ সাল থেকে আমরা মহান বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করছি। ২০২০ সালে ষষ্ঠবার দিবসটি পালন করছি।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।