বাল্যবিয়ে করা সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

জন্মতারিখ পরিবর্তন করে কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বিয়ে করার অপরাধে সাময়িক বরখাস্ত হয়েছেন বহুল আলোচিত ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

গত ১ নভেম্বর জন্মতারিখ জালিয়াতির মাধ্যমে একই ইউনিয়নে নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে বিয়ে করেন ৪৫ বছর বয়সী ওই চেয়ারম্যান। তার বাল্যবিয়ের খবরটি জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠান। পরে প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। প্রতিবেদনের সত্যতা পেলে চেয়ারম্যান আবু তালেবকে সাময়িক বরখাস্ত করা হয়।

মো. মাসুদ রানা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।