মাগুরায় নৌকার প্রার্থী টুটুল, ধানের শীষের কাফুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৯ ডিসেম্বর ২০২০

আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খুরশীদ হায়দার টুটুল। আর বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান ইকবাল আকতার খান কাফুর। আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়ন পত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

তবে মাগুরা পৌরসভায় এবারের নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম ব্যবহার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।