সিরাজগঞ্জের পাঁচ পৌরসভায় নৌকা ও ধানের শীষের প্রার্থী চূড়ান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৯ ডিসেম্বর ২০২০

দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে সিরাজগঞ্জের ৫টি পৌরসভার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের এক অনুষ্ঠানে নৌকার মাঝির তালিকা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন, সিরাজগঞ্জ সদরে সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় এসএম নজরুল ইসলাম, বেলকুচিতে বেগম আশানুর বিশ্বাস, রায়গঞ্জে মো. আব্দুল্লাহ আল পাঠান ও কাজীপুরে মো. আব্দুল হান্নান তালুকদার।

অপরদিকে পাঁচ পৌরসভায় ধানের শীষ পেয়েছেন সিরাজগঞ্জ সদরে মো. সাইদুর রহমান বাচ্চু, উল্লাপাড়ায় মো. আজাদ হোসেন, বেলকুচিতে মো. আলতাব হোসেন, রায়গঞ্জে মো. জাহিদুল ইসলাম ও কাজীপুরে মো. আল আমিন।

আগামী ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ৫টি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মুখোমুখি হয়ে ভোট যুদ্ধে লড়াই করবেন বিএনপির মনোনীত এসব প্রার্থীরা।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।