কিশোরীকে ধর্ষণচেষ্টা : ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২০

১১ বছরের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টা করে রিপন (৩৫) নামের এক বখাটে যুবক। উপজেলা নির্বাহী অফিসার এ অভিযোগ পাওয়া মাত্রই ওই যুবককে গ্রেফতারের ব্যবস্থা নেন। ভ্রাম্যমাণ আদালত গঠন করে ৬ মাসের কারাদণ্ড দেন।

পাবনার সাঁথিয়ায় পৌরসভার খলিশাখালি মহল্লায় রোববার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। দন্ডিত যুবক রিপন সাঁথিয়া পৌরসভার খলিশাখালি গ্রামের হাসেম আলীর ছেলে ও এক সন্তানের বাবা।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, বখাটে যুবক রিপন ভুক্তভোগী কিশোরীর বাবা- মা বাড়ি না থাকায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে লম্পট রিপন পালিয়ে যায়।

কিশোরীর অভিভাবক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ তাৎক্ষণিক ব্যবস্থা নেন। পুলিশ রিপনকে আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত গঠন করেন। আদালত অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড দেন।

আমিন ইসলাম/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।