শৈত্যপ্রবাহ অব্যাহত, পঞ্চগড়ে তাপমাত্রা কমে ৭ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২০

শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। জেলায় তাপমাত্রা আরও চার ডিগ্রি সেলসিয়াস কমে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৭.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

জেলায় পাঁচ দিন ধরে টানা শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে।

মঙ্গলবার সকালেও ঘন কুয়াশায় ঢেকে ছিল আকাশ। উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালক, কৃষি শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ।

সফিকুল আলম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।