কুষ্টিয়ায় তরুণের গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ‌ডি‌সেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার হালসা গ্রামের দরগার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম সোলেমান (১৮)। সে ওই গ্রামের ভাদু আলীর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল হামিদ জানান, নিহত তরুণ কৃষি কাজ করত। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’

আল মামুন সাগর/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।