কুষ্টিয়া ছাত্রলীগের সভাপতি অনিক সম্পাদক হাফিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আতিকুর রহমান অনিককে সভাপতি এবং হাফিজ শেখ চ্যালেঞ্জকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন‌্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

অনিক কুষ্টিয়া সরকারি কলেজে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতিতে স্নাতক করছেন হাফিজ।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Kustia1

আল-মামুন সাগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।