সৈয়দপুর পৌর নির্বাচন : ৭ জনের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৩ ডিসেম্বর ২০২০

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মঙ্গলবার যাচাই-বাছাইয়ে দাখিলকৃত সাধারণ কাউন্সিলর পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি ও বয়স কম হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মো. শাহিন হোসেন, মো. নুরুল আমিন প্রামাণিক ও মো. মশিউর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মো. শাহীন আকতার, ৯ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল ইসলাম সরদার ও ১৫ নম্বর ওয়ার্ডে মো. তারিক আজিজ।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রবিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঋণ খেলাপি ও বয়স কম হওয়ায় সাধারণ কাউন্সিলর পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর রিটার্নিং অফিসার বরাবরে আপিল আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে ২০ ডিসেম্বর মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ৫টি নারী কাউন্সিল পদে ২১ জন এবং ১৫টি সাধারণ কাউন্সিলর পদে ৯৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।

২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখন সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন ৮৬ জন। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাহেদুল ইসলিম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।