চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে দুই নবজাতকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

মৃত দু’নবজাতক হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের দিবাকর কুমারের চারদিন বয়সী মেয়ে জয়া এবং একই উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দু’দিন বয়সী ছেলে সোয়াইব।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২০ ডিসেম্বর নবজাতক জয়া এবং গত মঙ্গলবার সোয়াইবকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শীতজনিত কারণে সর্দি ও জ্বর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. সোহরাব হোসেন আরও বলেন, চুয়াডাঙ্গায় শীতজনিত রোগ বাড়ছে। গত কয়েকদিন বেশি রোগী আসছে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে। আজ সকাল ১০টা পর্যন্ত সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১৭ শিশু। অপরদিকে শিশু ওয়ার্ডে ভর্তি ২৭ জনের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।

বেশি শীতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বাড়ে। এ সময় শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেন এ চিকিৎসক।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, পাঁচদিন আগে চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে। গত দু’দিন ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সালাউদ্দীন কাজল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।