নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যায় পরকীয়া প্রেমিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে গৃহবধূ নূর নাহার পান্নাকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক এমদাদ খান বাবুলকে (২৮) রংপুর থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাতে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। আটক বাবলুকে আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালেক সিম্যানের বাড়ির পুকুরে ওই বাড়ির আমির হোসেনের স্ত্রী নুর নাহার পান্নার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা জাফর উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মিজানুর রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।