ভারতীয় সেই ১৬ জেলেকে পাঠানো হলো বাগেরহাট কারাগারে
সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় আটক ভারতীয় ১৬ জেলেকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের বাগেরহাটের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২২ ডিসেম্বর রাতে কোস্টগার্ড পশ্চিম জোন গভীর সমুদ্রে টহলের সময় ভারতীয় ১৬ জেলেকে আটক করে। পরের দিন বিকেলে জাল ও ট্রলারসহ তাদের মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করে কোস্টগার্ড। পরে এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মোংলা থানায় একটি মামলা করা হয়।
আটক ভারতীয় জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
এরশাদ হোসেন রনি/এসআর/এমএস