নৌকাকে জিতিয়ে উন্নয়নের সঙ্গে থাকুন: খুসিক মেয়র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৬ ডিসেম্বর ২০২০

‘আমি যেখানেই থাকি না কেন, মোংলা-রামপাল আমার প্রাণ। মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে নৌকাকে জিতিয়ে উন্নয়নের সঙ্গেই থাকবেন। নৌকাকে বিজয়ী করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে থাকবেন। আওয়ামী লীগ সরকাররের আমলেই মোংলাকে ঘিরে ব্যাপক উন্নয়ন হয়েছে।’

শুক্রবার (২৫ ডিসেম্বর) মোংলা উপজেলা ও পৌর আ্ওয়ামী লীগ কার্যালয়ে বৃহত্তর বরিশাল বিভাগীয় সমিতির আয়োজনে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর মো. আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। প্রধান বক্তা ছিলেন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, সাবেক পৌর মেয়র সেখ আব্দুস সালাম, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইস্রাফিল হোসেন, মো. টিপু সুলতান, শ্রমিক নেতা ওমর ফারুক সেন্টু প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সেখ আব্দুর রহমানকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে প্রধান অতিথি সিটি মেয়র দলীয় কার্যালয়ে বস্ত্র ব্যবসায়ী, ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি এবং ওয়ার্কশপ ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ও সেন্ট পল্স ক্যাথলিক গীর্জায় বড়দিনের কেক কাটেন।

এরশাদ হোসেন রনি/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।