পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

মুদি দোকানের বকেয়া টাকা চাওয়ায় মোংলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বৃহস্পতিবার রাতে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, মোংলার দিগরাজ বাজারের অটোরাইস মিলের বিপরীত পাশে শেখ আজম (৫২) দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করে আসছিলেন। দোকান থেকে তার আপন ছোট ভাই শেখ ফরিদ বাকীতে পণ্য নিত। বকেয়া টাকা চাওয়ায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। এতে বড় ভাই মারাত্মকভাবে জখম হন।

ঘটনার পর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট এলাকায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার লাশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে সোহেল রানা (২৬) বাদী হয়ে চাচা শেখ ফরিদ (৪৮) ও চাচাতো ভাই (ফরিদের ছেলে) শেখ ইয়াছিনের (২৫) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দাখিল করেছেন।

এসআই জাহাঙ্গীর জানান, হত্যা মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

মো. এরশাদ হোসেন রনি/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।