মোংলায় সুন্দরবন সংলগ্ন ৩ করাতকল জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৭ ডিসেম্বর ২০২০

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে জনবসতি এলাকায় অনুমোদনহীন তিনটি করাতকল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। সেই সঙ্গে করাতকলের মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মোল্লারহাট-সাহেবেরমাঠ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হক, চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, জিউধারা স্টেশন কর্মকর্তা নুরুল আফসার ও থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

এ সময় স’ মিল মালিক মহসিন মুসল্লী, আবু বকর মোল্লা ও বোরহান মোল্লা তাদের বৈধ কাগজপত্র দেখা পারেননি। ফলে তাৎক্ষণিকভাবে তিনটি করাতকলের মেশিনপত্র খুলে জব্দ করা হয়। জব্দ মালামাল জিউধারা ফরেস্ট অফিসে রাখা হয়েছে। শনিবার বিকেলে জিউধারা স্টেশন অফিসে করাতকল মালিক মহসিন মুসল্লী, আবু বকর মোল্লা ও বোরহান মোল্লার বিরুদ্ধে বন আইনে মামলা করেছেন বন কর্মকর্তা নুরুল আফসার। তবে অভিযুক্ত কাউকে গ্রেফতার হয়নি।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হক বলেন, সুন্দরবন উজাড় ও বনের গাছপালা রক্ষায় বন সংলগ্ন ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। নিষিদ্ধ সীমানার মধ্যে অবৈধভাবে করাতকল স্থাপনের কারণে তিনটি করাতকলের সব মেশিনারি খুলে জব্দ ও মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বন বিভাগের হিসাব মতে, মোংলায় ২৭টি করাতকলের মধ্যে তিনটি কল জব্দ ও বন্ধ করে দেয়া হয়েছে। এরপর আরও ২৪টি চালু রয়েছে। এগুলোর মধ্যে দু-একটি অনুমোদনের অপেক্ষায় আর বাকিগুলোর অনুমোদন রয়েছে বলে দাবি করেছে বনবিভাগ। তবে সব করাতকলই সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে স্থাপিত, তাহলে সেই কলগুলো কীভাবে অনুমোদন পেল এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এরশাদ হোসেন রনি/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।