কাউন্সিলরকে জড়িয়ে ফেসবুকে পোস্ট, ডিজিটাল আইনে কারাগারে সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৭ ডিসেম্বর ২০২০

পাবনার চাটমোহর পৌরসভার এক কাউন্সিলরকে জড়িয়ে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ‘সাপ্তাহিক সময় অসময়’ পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসন স্বপন।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

নাম-ঠিকানা প্রকাশ না করা এক নারীর উড়োচিঠির বিষয় নিয়ে এক কাউন্সিলরকে জড়িয়ে স্ট্যাটাস দিয়েছিলেন সাংবাদিক কে এম বেলাল হোসন স্বপন। পরে তিনি স্ট্যাটাসটি প্রত্যাহারও করে দেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শনিবার রাতে জানান, চাটমোহর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রাজ আলী বাদী হয়ে বেলাল হোসেন স্বপনকে আসামি করে শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। কাউন্সিলরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের মামলায় শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

পাবনা ডিবি পুলিশের ওসি তোজাম্মেল হক জানান, বেলাল হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে আদালতের মাধ্যমে শনিবার বিকেলে কারাগারে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, বেলাল হোসেন স্বপন পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি। তিনি শুক্রবার তার ফেসবুক ওয়ালে কাউন্সিলর রাজ আলীকে নিয়ে এক বেনামি নারীর উড়োচিঠি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ ঘটনায় রাজ আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

পরে বেলাল হোসেন আগের স্ট্যাটাসটি মুছেও দিয়েছিলেন। সেখানে তিনি লেখেন-‘প্রাথমিক অনুসন্ধানে রহস্যময় উড়োচিঠির মেয়েটিকে খুঁজে না পাওয়ায় লেখাটি প্রত্যাহার করে নেয়া হলো। তবে অনুসন্ধান চলমান থাকবে।’

আমিন ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।