ইউপি সদস্য হত্যা মামলায় বাবাসহ চার ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

পাবনায় ইউপি সদস্য বকুল শেখ হত্যা মামলায় প্রধান পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। আসামিদের মধ্যে বাবা ও তার চার ছেলে রয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার সাভার থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতার আসামিরা হলেন- মৃত মাখন নিকারীর ছেলে মোখলেছ (৬৪), মোখলেছের ছেলে ডালিম (৪০), আলিম (৩৭), রুবেল (৩৫), আদেশ (৩০)। তারা পাবনা পৌর সদরের অনন্ত নিকারীপাড়া মহল্লার বাসিন্দা।

র‍্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, তার নেতৃত্বে ঢাকা জেলার সাভার থানার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আসামিদের কাছ থেকে সাতটি মোবাইল, ছয়টি সিম কার্ড ও নগদ ৫০ হাজার ৯১৫ টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, বকুল মেম্বারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে স্থানীয় অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোবাইকের স্ট্যান্ডের দখল নিয়ে বিরোধ ছিল। এর জেরেই ইউপি সদস্য বকুল শেখকে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

jagonews24

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ, আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, পাবনা পৌর সদরে বকুল শেখ নামের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে কুপিয়ে ও গুলি করে খুন করে দুর্বৃত্তরা। শহরের অনন্ত বাজার সংলগ্ন দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল শেখ পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে। তিনি দোগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আমিন ইসলাম/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।