পায়ুপথ না থাকায় শিশুকে ফেলে ঘরের মালামাল নিয়ে পালালেন মা
ঝালকাঠির রাজাপুরে পায়ুপথবিহীন একটি শিশু জন্ম নিয়েছে। ওই শিশুটি আর দশটা শিশুর মতো স্বাভাবিক না হওয়ায় তাকে রেখে ঘরের মূল্যবান মালামালসহ নগদ টাকা-পয়সা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অস্বাভাবিক শিশুটির মায়ের নাম নাসরিন বেগম (২০)। তিনি উপজেলার কেওতা গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও জগইরহাট গ্রামের তৈয়ব আলীর পুত্রবধূ।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগইরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নাসরিনের শ্বশুর মো. তৈয়ব আলী হাওলাদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তিন বছর আগে কেওতা গ্রামের আব্দুল লতিফের মেয়ে নাসরিনের সঙ্গে তৈয়ব আলী হাওলাদারের ছেলে রবিউল হাওলাদারের বিয়ে হয়। দেড় বছর আগে কন্যা সন্তানের মা হন নাসরিন। জন্মের পর দেখা যায়, শিশুটির পায়ুপথ নেই। এর দায় স্বামীর ওপর চাপিয়ে প্রায়ই কথা কাটাকাটি করতেন তিনি।
ঘটনার দিন সোমবার সকালে ঘরে কেউ না থাকায় ঘরের মূল্যবান মালামালসহ নগদ টাকা-পয়সা নিয়ে কাউকে কিছু না বলে দেড় বছরের শিশু সন্তান রেখে পালিয়ে যান নাসরিন বেগম। অনেক খোঁজাখুঁজির পরে মঙ্গলবার তার বাবার বাড়িতে খোঁজ মিললেও না এসে উল্টো তৈয়ব আলীসহ তার পরিবারকে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানির হুমকি দেন। পরে তৈয়ব আলী নিরুপায় হয়ে পুলিশের আশ্রয় নেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আতিকুর রহমান/এসআর/এমকেএইচ