সৈয়দপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
সৈয়দপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুর রহমান।
আজ (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে বিষয়টি জানান তিনি। প্রত্যাহারপত্রে তিনি উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতার কথা।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, দুপুরে বিএনপি প্রার্থীর লিখিত প্রত্যাহারপত্র গ্রহণ করা হয়। এতে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এ নিয়ে মেয়র পদে পাঁচজন প্রার্থী থাকল।
এ ব্যাপারে বিএনপি প্রার্থীর মোবাইলফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
তবে অনেকের ধারণা, সাবেক সংসদ সদস্য, বিএনপির দুই বারের নির্বাচিত ও বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসন সরকারকে কৌশলে সমর্থন দিতে তিনি সরে দাঁড়িয়েছেন। বর্তমান মেয়র আমজাদ হোসেন বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রাথী হিসেবে সৈয়দপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে আমজাদ হোসেন সরকারের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
জাহেদুল ইসলাম/জেএইচ