জামানত হারালেন চাটমোহরে ৩ মেয়র প্রার্থী
সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে জামানত হারালেন ৩ মেয়র প্রার্থী। সোমবার পৌর নির্বাচনে পর্যাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো।
জামানত হারানো তিন প্রার্থী হলেন- সদ্য সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (জগ), সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল), আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ)। এদের মধ্যে মির্জা রেজাউল করিম দুলাল এবং প্রফেসর আব্দুল মান্নান যথাক্রমে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাখোওয়াত হোসেন সাখো পেয়েছেন ৬৮১২ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন) পেয়েছেন ৮৪২ ভোট, এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (জগ) পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট। ধানের শীষ প্রার্থীর ভোট প্রাপ্তি নিয়ে এলাকাবাসী অবাক হয়েছেন।
চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন জানান, চাটমোহর পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ২৩৭ জন। নির্বাচনে প্রদত্ত মোট ভোট ৭ হাজার ৯০৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪টি ভোট।
তিনি আরও জানান, প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ৯৮৮ ভোট কোন প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না। যেহেতু চাটমোহর পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী ছাড়া বাকি তিন প্রার্থী (বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (জগ), সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল), মো. আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি। এ কারণে ওই ৩ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
উল্লেখ্য, চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদের দুই স্বতন্ত্র প্রার্থী সোমবার সকালেই বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন। ভোটগ্রহণ শুরুর পর পরই বিভিন্ন কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়া ও বুথ দখল নিয়ে জোর করে ইভিএমে ভোট নেয়ার অভিযোগ করেন তারা। সকাল সাড়ে ৯টায় চাটমোহর পৌর সদরের সবুজ সংঘ ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ভোটবর্জনের ঘোষণা দেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন প্রতীক)। আর সকাল ১০টার দিকে ছোট শালিখা মহল্লার বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (প্রতীক জগ)।
আমিন ইসলাম/জেএইচ