‘নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে দলে ঠাঁই নেই’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:০৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০

খুলনা সিটি করপোশনের (খুসিক) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে দলে ঠাঁই হবে না। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র খালেক বলেন, মোংলাকে আলোকিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই অন্ধকারের শক্তি রুখতে মোংলাবাসীকে নৌকাকে বিজয়ী করতে হবে।

এ সময় বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে রাজনৈতিক-সামাজিক-সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করারও নির্দেশ দেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সেখ আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, মোংলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী ইজারদার এবং মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

এছাড়া বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র সেখ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. টিপু সুলতান, কাজী গোলাম হোসেন বাবলু, সাখাওয়াত হোসেন মিলন প্রমুখ।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।