পাখিকে ভালোবেসে বেঁধে দেয়া হলো ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০১ জানুয়ারি ২০২১

আগে গ্রামে গ্রামে হরহামেশাই দেখা মিলত নানা প্রজাতির পাখি। কিন্তু এখন তো তাদের আর চোখেই পড়ে না। গাছে গাছে পাখির কলরবও যেন উধাও। তাহলে কি ‘পাখি-সব করে রব, রাতি পোহাইল’ ছড়ার মতো পাখির শব্দে আর ঘুম ভাঙবে না?

এমন শঙ্কা চুয়াডাঙ্গার জীবননগরের উথলী গ্রামের রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজুকে পেয়ে বসে। তিনি ভাবতে থাকেন পাখিদের জন্য কী করা যায়। সে ভাবনা থেকেই শুরু পাখির জন্য বাসা বানানো। তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন তরুণ। নিজেদের গাঁটের পয়সা খরচ করে গাছে গাছে বেঁধে দেবেন পাখির জন্য বাসা।

রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজু বলেন, আমাদের লক্ষ্য বিলুপ্তপ্রায় পাখিদের ফিরিয়ে আনা। এজন্য দরকার তাদের জন্য নিরাপদ বাসা আর মানুষকে সচেতন করা। আমরা সে কাজটিই শুরু করছি।

তিনি জানালেন, উথলী গ্রামে সহস্রাধিক মাটির কলসি বেঁধে দেবেন গাছে। শুধু তা-ই নয়, পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষকে সচেতন করার কাজও করবেন। তাঁদের মূলমন্ত্র- ‘পাখি প্রকৃতির অলংকার, পাখি ছাড়া প্রকৃতি অসুন্দর’।

Chuadanga

উথলী গ্রামকে পাখির অভায়ারণ্য করতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গাছে গাছে পাখির বাসা বেঁধে দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে রাবা ফাউন্ডেশনের আয়োজনে উথলী বাসস্ট্যান্ড মোড় কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, হিজলগাড়ি প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের প্রতিষ্ঠাতা শামিম হোসেন মিজি, ভিএসও-প্রথম আলো সেচ্ছাসেবী পদক প্রাপ্ত প্রকৃতি সংরক্ষক ও সেচ্ছাসেবক বখতিয়ার হামিদ প্রমুখ। সাংবাদিক এসএম শাফায়েত উল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজু।

উথলী গ্রামকে পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে পাখি হত্যা, আটক ও বেচাকেনাসহ পাখি নিধনের জন্য কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বক্তারা।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।