জুমার নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০১ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবলে জুমার নামাজরত অবস্থায় ফয়জুর রহমান (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মৃত ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী এবং কোরআনের হাফেজ।

বড়গাঁও গ্রামের শিক্ষক নূরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কাবলাল জুমার প্রথমে চার রাকাত সুন্নত নামাজের এক রাকাত শেষ করে করে দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন।

তাৎক্ষণিক অন্যান্য মুসল্লিরা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।