সুস্থ দেহে সুস্থ মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন : পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০১ জানুয়ারি ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সুস্থ দেহে সুস্থ মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি বাবা-মায়ের উচিত সন্তানের মানসিক বিকাশে সহায়তা করা। খেলার মাধ্যমে লড়াকু মেজাজ গড়ে উঠে, যা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবার প্রেরণা যোগায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।’

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে ‘কলম ক্রিকেট একাডেমি’র উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ‘বাংলাদেশে ৭০ শতাংশ তরুণ, সাড়ে ৪ কোটি ছাত্রছাত্রীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে সরকার কাজ করছে। এই প্রযুক্তি শিক্ষার পাশাপাশি শরীর ও মনের বিকাশের জন্য খেলাধুলায় আগ্রহী হতে হবে।

কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী কলম ইউনিয়নের ১ হাজার ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

রেজাউল করিম রেজা/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।